বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
21 Aug 2025 05:57 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী।
সংবাদমাধ্যমকে তামিম জানান, বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অনেক ব্যস্ততার মধ্যেও আমার কথা তিনি মনে রেখেছেন। আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। আরও নানা বিষয় নিয়ে কথা হয়েছে। খুব সিরিয়াস কোনো বিষয় নয়। ক্রিকেট নিয়েও কথা হয়েছে, তবে খুবই সামান্য।
তামিমের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা ইকবালও। তাদের সঙ্গে ৩০ মিনিটের মতো সময় কথা বলেন প্রধানমন্ত্রী।
নির্বাচনী মৌসুমে গণভবনে এমনিতেই নেতা-কর্মীদের ভিড় লেগেই আছে। ক্রিকেটাঙ্গন থেকে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান চেষ্টা করছেন নির্বাচন করতে। টানা দ্বিতীয়বার জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের দেখা করার পেছনে নির্বাচনী কোনো কিছু আছে কি না, জানতে চাইলে তামিম বলেন, মোটেও ওরকম কোনো ব্যাপার নেই, একদমই কার্টেসি মিটিং এটা।