বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
24 Nov 2024 10:12 am
৭১ভিশন ডেস্ক:- ইরাকের রাজধানীর বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখারে ইরাকের কাতাইব হিজবুল্লাহ যোদ্ধাদের একটি শক্তিশালী ঘাঁটিতে বিমান হামলা করেছে মার্কিন বাহিনী। বুধবার (২২ নভেম্বর) এই হামলায় ইরাকের কাতাইব হিজবুল্লাহর পাঁচজন যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইরাকের সামরিক বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, বিমান হামলা চালিয়ে কাতাইব হিজবুল্লা গোষ্ঠীর অন্তত তিনজন সদস্যকে হত্যা করেছে মার্কিন বাহিনী। এই হামলায় সাতজন আহত হয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ বিমান দিয়ে কাতাইব হিজবুল্লাহর অভিযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। শুধু তাই না আল আনবার ও জুরফ আল সাখাইরের নিকট তাদের আস্তানা নিয়ন্ত্রণে নিয়েছে মার্কিন বাহিনী।
খবরে বলা হয়েছে, ইরাকে দুই দফায় বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ও বুধবার দুইদিন জুড়ে হামলা করেছে দেশটি। মূলত ১৭ অক্টোবর থেকে এই আক্রমণ করা শুরু হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে মার্কিন সমর্থনের কারণে ইরাকের কাতাইব হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ চলছে।
ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের অংশ হলো কাতাইব হিজবুল্লাহ। এটি শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠীর একটি দল। যা ২০১৪ সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করার জন্য গঠিত হয়েছে। এটি পরবর্তীতে ইরাকের সরকার কর্তৃক সরকারি নিরাপত্তা সংস্থা হিসেবে স্বীকৃত হয়েছে।