শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
15 Apr 2025 12:39 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ১৪নং কোচাশহর ইউনিয়ন এর হরিপুর গ্রামের বাসিন্ধা গরীব অসহায় দিনমজুর সাহেব মিয়ার সন্তান মিজানুর রহমান সজীব দীঘদিন থেকে কিডনি সমস্যা ভুগতেছেন। তার দুটো কিডনি পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। অতিদ্রুত তার কিডনি পুনস্থাপন করতে হবে।কিডনি প্রতিস্থাপন করতে অনেক টাকার প্রয়োজন যা তার গরিব দিনমজুর বাবার পক্ষে এতটাকা ব্যয় করা সম্ভব নয়।
তাই তার সন্তানের জীবন বাঁচানোর জন্য সমাজের বিত্তবান দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা অনুরোধ জানিয়েছেন তার বাব দিনমজুর সাহেব আলী।
সাহায্য পাঠানোর ও যোগাযোগ,বিকাশ মোবাইলঃ- ০১৭৭০৮৬২৩৯০