শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
04 Dec 2024 12:02 am
সংবাদ বিজ্ঞপ্তি:- আজ ১৭ নভেম্বর শুক্রবার ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ১৪ পুরান পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে, সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৯ ও ২০ নভেম্বর রবি ও সোমবার ৪৮ ঘন্টা সারাদেশে হরতালের কর্মসূচী ঘোষণা করে ৫ দলীয় বাম জোট।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের সমন্বয়ক কমরেড ডা. এম এ সামাদ। সভায় উপস্থিত ছিলেন ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সভাপতি কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মাওবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড আলমগীর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশের সমতা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রমজান আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সদস্য নারীনেত্রী কমরেড এলিজা।
সভায় কমরেড ডা. এম এ সামাদ বলেন, নির্বাচন কমিশন কর্তৃক একতরফা তফসিল ঘোষণা প্রত্যাখান করে বলেন দেশের সকল বিরোধী দল দেশের সিংহভাগ জনগণ ও আন্তর্জাতিক বিশ্বের মতামত উপেক্ষা করে অবৈধ ফ্যাসিবাদ হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্যই সরকারের আজ্ঞাবহ তাবেদার নির্বাচন কমিশন এই একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। দেশের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সরকারকে পদত্যাগের ঘোষণা দিয়ে নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনার আহ্বান গণদাবি উপেক্ষা করে দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পরিণতি হবে ভয়াবহ দেশকে গৃহযুদ্ধের নিয়ে যাবে।
সভায় দেশের বর্তমান সংঘাত—সংঘর্ষময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয় বিরোধী মত দমনে সভা সমাবেশে হামলা, গায়েবী মামলা, বিরোধী নেতৃবৃন্দসহ গণগ্রেফতারের ঘটনা আগামী দ্বাদশ নির্বাচন অনুষ্ঠানকে অনিশ্চিত করে তুলছে। নেতৃবৃন্দ অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকারকে পদত্যাগের ঘোষণা দিয়ে নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য আহ্বান জানান। এই তফসিল বাতিল করে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুন তফসিল ঘোষণা করতে হবে। সভায় এক প্রস্তাবে নির্বাচন কমিশন কর্তৃক আগামী দ্বাদশ সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বলা হয় গণদাবি উপেক্ষা করে নির্বাচনী যে তফসিল ঘোষণা করা হয়েছে এর পরিণতি হবে ভয়াবহ।
সভায় অপর এক প্রস্তাবে পোশাক শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরির দাবি না মেনে বলপ্রয়োগ এবং পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে হামলা গুলি করে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে শ্রমিক হত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার—বিচার এবং শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে ন্যায়সঙ্গত ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয়।
সভায় এক প্রস্তাবে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতিতে জনগণের দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয় সরকার কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করার পরেও বাজারে তার কোন প্রভাব নাই। উপরন্তু আলু, পেঁয়াজ সহ দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলছে। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া থামাতে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপণ্য জনগণের ক্রয় ক্ষমতায় আনার জোর দাবি জানান। একই সাথে গ্রাম—শহরের শ্রমজীবী সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
সভায় এক প্রস্তাবে মামলা, গ্রেপ্তার করে বিরোধী মত দমনের পথ পরিহার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এসব দাবি আদায়ে আগামী ১৯ ও ২০ নভেম্বর রবি ও সোমবার ৪৮ ঘন্টার হরতালের কর্মসূচি ঘোষণা দেন এবং রাজপথে থেকে এই হরতাল পালন করতে জোটের নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান।
বার্তা প্রেরক,কমরেড তারেক ইসলাম বিডিপ্রচার বিভাগ, ৫ দলীয় বাম জোট