শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
09 Apr 2025 03:30 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- প্রত্যেকেই চেষ্টা করেন নিজের সবটা দিয়ে শখ পূরণ করতে। কথায় আছে, শখের তোলা আশি টাকা। ব্যতিক্রম নন ছোট পর্দার এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের চেষ্টায় তিনিও সফল হলেন শখ পূরণে।
জানা গেছে, নিজের প্রথম গাড়ি কিনেছেন সাদিয়া আয়মান। আর সেই খুশির খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
বুধবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুকে তার গাড়ির একটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন সাদিয়া। ছবি দেখে বোঝাই যাচ্ছে নিজের প্রথম গাড়ি কিনে কতটা উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রথম গাড়ি কিনলাম। এই মুহূর্তে আমি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আল্লাহ যেসব নেয়ামত দিয়েছেন তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।
প্রসঙ্গত, বর্তমানে ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন সাদিয়া আয়মান। পাশাপাশি অপেক্ষায় আছেন বড়পর্দায় অভিষেকের জন্য। শুধু ছোট পর্দায় নয়, বড় পর্দাতেও নিজের অভিনয়ের দ্যুতি ছড়াতে চান এই অভিনেত্রী। এছাড়া ওটিটিতেও নিয়মিত অভিনয় করছেন তিনি।
৭১ভিশন\মোরশেদুল ইসলাম রবি