শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
05 Apr 2025 05:04 am
![]() |
বাবা হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা নাগাদ তার কন্যা পৃথিবীর মুখ দেখেছে।
লিটন দাসের বাবা হওয়ার খবরটি জানা গেছে তার পরিবারসূত্রে।
লিটন নিজেও ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘ছোট্ট রাজকন্যার আগমনে আমরা ধন্য হয়েছি। মা ও শিশু দুজনই ভালো আছে। অনুরোধ রইল, আমাদের জন্য দোয়া করবেন।’
বিশ্বকাপের মাঝে দুইবার দেশে ফিরে এসেছিলেন লিটন দাস। বিসিবির পক্ষ থেকে পারিবারিক কারণ বলা হলেও গুঞ্জনটা তখন থেকেই ছিল। অবশেষে কন্যা সন্তানের মুখ দেখলেন লিটন-সঞ্চিতা দম্পতি।
৭১ভিশন\মোরশেদুল ইসলাম রবি