বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
23 Nov 2024 02:42 pm
৭১ভিশন ডেস্ক:- গাজার পার্লামেন্ট ভবন এবং গাজা শহরের হামাস দ্বারা পরিচালিত অন্যান্য সরকারি প্রতিষ্ঠান দখল করেছে বলে দাবি জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
দেশটির সেনাবাহিনী বলেছে, সেনারা ফিলিস্তিনি ভূখন্ডে তাদের আক্রমণ প্রশস্ত করেছে। বুধবার প্রকাশিত এএফপির খবরে বলা হয়েছে, সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক ইউনিটগুলো হামাস সংসদ, সরকারি ভবন, হামাস পুলিশ সদর দফতর দখল করেছে।
এছাড়াও একটি প্রকৌশল অনুষদ যা অস্ত্র উৎপাদন ও উন্নয়নের জন্য একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছিল সেটিও নিয়ন্ত্রণে নিয়েছে বলেও জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হামাসের সরকারি প্রতিষ্ঠানগুলো ৭ অক্টোবর ইসরাইলে অভিযানের প্রস্তুতির প্রশিক্ষণসহ সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। তবে হামাস প্রতিষ্ঠান দখলের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর ঘোষণা প্রত্যাখ্যান করেছে।
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপটি ছিল বিজয় তৈরির একটি মনগড়া প্রচেষ্টা এবং খালি স্থান বা পূর্বে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা স্থানগুলির কাল্পনিক নিয়ন্ত্রণ।