মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
22 Aug 2025 12:35 am
![]() |
চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। সামাজিক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রচেষ্টার উল্লেখ করে সোমবার দেশটির সরকার এ ঘোষণা দেয়।
নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানায়, টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্তটি সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে নেয়া হয়েছিল। তবে কবে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি।
সরকার বলেছে, যদিও মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার তবে সমাজের একটি বড় অংশ ঘৃণাত্মক বক্তব্যের প্রবণতাকে উত্সাহিত করার জন্য টিকটকের সমালোচনা করেছে। গত চার বছরে ভিডিও শেয়ারিং অ্যাপে সাইবার ক্রাইমের ১ হাজার ৬৪৭টি ঘটনা রিপোর্ট করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার এক ঘোষণায় দেশটি ফেসবুক, এক্স (পূর্বে টুইটার), টিকটক এবং ইউটিউবের মতো সামাজিক মাধ্যমকে তাদের এখানে যোগাযোগ অফিস খোলার বাধ্যতামূলক নিয়ম করেছে।