সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
23 Nov 2024 02:28 pm
৭১ভিশন ডেস্ক:- দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে রোববার এ হামলা চালানো হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কয়েকটি বেসামরিক যানবাহনে আঘাত হানে। এতে সাত বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
এর আগে, উত্তর ইসরায়েলের দোভিভ শহরে হিজবুল্লাহর ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত সাত ইসরায়েলি আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আইডিএফ। এছাড়া আরো তিন থেকে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় চ্যানেল-১২ টেলিভিশনকে জানিয়েছেন সংস্থাটির এক মুখপাত্র।
আইডিএফ আরো জানায়, উত্তর ইসরায়েলের মেনারা ও ইরন শহরের পার্শ্ববর্তী এলাকায় লেবানন থেকে মর্টারের গোলা ছোড়া হয়েছে। ইসরায়েলি বাহিনী এ হামলার জবাবে পাল্টা গোলাবর্ষণও করেছে। তবে হিজবুল্লাহর এই হামলায় উত্তর ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের যুদ্ধ শুরুর পরদিন থেকেই প্রতিদিন ইসরায়েলি বাহিনীর সঙ্গে ছোটবড় সংঘর্ষ চলছে হিজবুল্লাহর। ফলে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: টাইমস অব ইসরায়েল