বৃহস্পতিবার, ০৯ নভেম্বর, ২০২৩
23 Nov 2024 05:37 pm
৭১ভিশন ডেস্ক:- বৃহস্পতিবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।
জন কিরবি বলেন, গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধবিরতি শুরুর তিন ঘণ্টা আগে এ বিষয়ে প্রত্যেক দিন ঘোষণা দেয়া হবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গত মঙ্গলবার (৭ নভেম্বর) ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় দুই নেতা গাজায় সাময়িক বিরতির বিষয়ে কথা বলেন। এ সময় বাইডেন বলেন, এ যুদ্ধবিরতি হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।
নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের আলোচনার দুদিন পর বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে গাজায় লড়াইয়ে বিরতিতে ইসরাইলের রাজি হওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
জন কিরবি বলেন, ইসরাইল আমাদের জানিয়েছে, বিরতির সময় গাজার উত্তরাঞ্চলে কোনো সামরিক অভিযান পরিচালনা করা হবে না এবং এই প্রক্রিয়াটি আজ থেকেই শুরু হচ্ছে।
৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। এই হামলা থেকে উপত্যকাটির হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি কিছুই রক্ষা পাচ্ছে না। এছাড়াও গত মাসে গাজার আল আহলি হাসপাতালে ব্যাপক হামলায় ৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। যদিও ওই হামলার দায় স্বীকার করেনি ইসরাইল।
অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৪ হাজারের বেশি শিশু। এছাড়া আহত হয়েছেন ২৭ হাজার। নিখোঁজ রয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ।