বৃহস্পতিবার, ০৯ নভেম্বর, ২০২৩
23 Nov 2024 06:17 pm
৭১ভিশন ডেস্ক:- হামাসকে আর্থিক ও গোলাবারুদ সহায়তা প্রদানকারী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পদক্ষেপের সঙ্গে মালয়েশিয়া দ্বিমত পোষণ করে জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয়, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞাকে নয়।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ নভেম্বর) মালয়েশিয়ার দেওয়ান রাকায়াতে (পার্লামেন্ট) প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ওয়ান আহমেদ ফায়সালের এক প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম এসব কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে এটি মোকাবিলা করছে তার সঙ্গে আমরা একমত নই । মালয়েশিয়া কেবল বহুপাক্ষিক উপায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেবে।
আনোয়ার ইব্রাহিম জানান, তিনি ইসলামিক দেশগুলোসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে কথা বলেছেন এবং তারা সবাই মার্কিন বিলকে স্বীকৃতি না দেয়ার বিষয়ে একই অবস্থানে রয়েছেন।
তিনি বলেন, আমরা হামাসের সঙ্গে সম্পর্ক বজায় রাখব এবং গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে শ্রেণিবদ্ধ করব না।
গত ১ নভেম্বর মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের বিদেশি সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিল পাস করে। হামাস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং প্রিভেনশন অ্যাক্ট পাস হয়, যেখানে ৩৬৩ জন কংগ্রেসম্যান বিলটির পক্ষে ভোট দেন এবং ৪৬ জন সদস্য এর বিরোধিতা করেন।
আনোয়ার বলেন, ‘আমি এ ধরনের কোনো হুমকি মেনে নেব না। এই পদক্ষেপ একতরফা এবং অবৈধ, কারণ আমরা জাতিসংঘের সদস্য হিসেবে কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নেওয়া সিদ্ধান্তগুলোকে স্বীকৃতি দিই।’
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। মালয়েশিয়া ইসরাইলকে কূটনৈতিকভাবে কোনো স্বীকৃতি এখনো দেয়নি। এমনকি ইসরাইল-ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্রব্যবস্থা বাস্তবায়িত হওয়া ছাড়া কোনো স্বীকৃতি দেবে না বলে দেশটি ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের ইস্যুবিষয়ক অনেক সম্মেলনই রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।
চীন ও সিঙ্গাপুরের পর যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২২ সালে মালয়েশিয়ায় মার্কিন প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ছিল ১৩.২ বিলিয়ন মার্কিন ডলার।
ফিলিস্তিনি দুই সংগঠনকে সমর্থন করলে এক বছরের জন্য মার্কিন সহায়তা বা নিয়ন্ত্রিত অস্ত্র রফতানি থেকে বিরত থাকবে সরকারগুলো।
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এক বছরের জন্য এসব সরকারকে সহায়তা দেয়া বন্ধ রাখার নির্দেশ দেয়া হবে।
এছাড়া মালয়েশিয়ার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধীরে ধীরে বর্তমান প্রধানমন্ত্রীর জন্য সমর্থন লোপ পাচ্ছে। মালয়েশিয়ার গবেষণাপ্রতিষ্ঠান ইলহাম সেন্টারের এক গবেষণা অনুসারে, মূল মালয়দের মধ্যে মাত্র ২৪ শতাংশ বর্তমান প্রধানমন্ত্রীকে সমর্থন করে। এর বদলে তার পক্ষে রয়েছে প্রায় ৮৮ শতাংশ চীনা ও ৮১ শতাংশ ভারতীয় জাতিগোষ্ঠী।