মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০২৩
26 Aug 2025 12:06 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:-বিরোধীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার (৭ নভেম্বর) মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
দীপু মনি বলেন, দেশ গণতান্ত্রিক ধারায় শান্তিপূর্ণভাবে চলে বলেই উন্নয়ন হয়েছে। আজকের বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখে। আর এই স্বপ্নকে ধ্বংস করতে অগ্নিসংযোগকারীরা সহিংসতা শুরু করেছে।
আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এদের বিরুদ্ধে প্রতিটি মানুষকে জেগে উঠতে হবে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। তারা আজ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
৭১ভিশন\মোরশেদুল ইসলাম রবি