রবিবার, ০৫ নভেম্বর, ২০২৩
25 Nov 2024 04:08 pm
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃবাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ৫ নভেম্বর বিকেলে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরপুর টু শ্রীমঙ্গল রোডের কামাইছড়া নামক স্থানে উপজেলা সহকারী কমিশনার(ভূম) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তায় স্তুূপ করে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ওই এলাকার সানু মিয়ার ছেলে মোঃ সাগর মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০) এর আওতায় ১,লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আনুমানিক ৫০ হাজার ঘনফুট স্তূপকৃত বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকেভেটর বাজেয়াপ্ত করে সরকারের অনুকূলে রাখা হয়।এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তায় ছিলেন বাহুবল মডেল থানার একদল পুলিশ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী(ভূমি)মোঃ রুহুল আমিন।