রবিবার, ০৫ নভেম্বর, ২০২৩
23 Nov 2024 03:09 pm
৭১ভিশন ডেস্ক:- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার বিকল্প চিন্তা ইসরায়েলের রয়েছে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহুর সরকারের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু।
শনিবার (৪ নভেম্বর) স্থানীয় রেডিও কোল বারামাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার বিষয়ে নিজের আপত্তির কথা তুলে ধরেন ইলিয়াহু। তিনি বলেন, ‘আমরা নাৎসিদের মানবিক সাহায্য হস্তান্তর করব না।’
গাজায় কোনও বেসামরিক নাগরিক নেই বলেও মন্তব্য করেন ইসরায়েলের চরম ডানপন্থী রাজনৈতিক দল ওৎজমা ইহুদি পার্টির ওই মন্ত্রী।
গাজা উপত্যকার নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ এবং সেখানে ইসরায়েলি বসতি গড়ে তোলার পক্ষে তিনি বলে জানান ইলিয়াহু। তাহলে ফিলিস্তিনিদের ভাগ্যে কী ঘটবে, এমন প্রশ্নের জবাবে ইসরায়েলি এই মন্ত্রী বলেন, ‘তারা আয়ারল্যান্ড অথবা মরুভূমিতে যেতে পারে। গাজার দানবদের নিজের সমাধান খুঁজে বের করা উচিত।’
তিনি বলেন, আলাদা করে উত্তর উপত্যকার অস্তিত্বের কোনও অধিকার নেই। ফিলিস্তিনি বা হামাসের পতাকা যারা উড়ায়, পৃথিবীতে তাদের বেঁচে থাকারও অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আল-জাজিরা