রবিবার, ০৫ নভেম্বর, ২০২৩
23 Nov 2024 11:28 am
৭১ভিশন ডেস্ক:- গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইসরায়েলের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর জর্ডানে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। দেশটির রাজধানী আম্মানে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
শনিবার জর্ডানের রাজধানী আম্মানে আরব বিশ্বের পাঁচ দেশ সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন ব্লিঙ্কেন। খবর আল জাজিরার।
আল জাজিরা জানিয়েছে, এ বৈঠকে আরব নেতাদের চাপের মুখে পড়েন ব্লিঙ্কেন। তারা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানান এবং হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে এতে তারা সমর্থন জানাননি।
বৈঠক শেষে সংবাদম সম্মেলনে কথা বলেন ব্লিঙ্কেন। রুমভর্তি সাংবাদিকদের উদ্দেশ্যে ব্লিঙ্কেন বলেন, আরব নেতাদের সৌজন্যতা এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। তিনি জানান, আরব নেতাদের মতো তিনিও চান এই যুদ্ধ বন্ধ হোক এবং এই অঞ্চলে একটি দীর্ঘমেয়াদি শান্তি আসুক।
তবে যুক্তরাষ্ট্র এখনো গাজায় কোনো যুদ্ধবিরতি চায় না বলে জানিয়েছেন ব্লিঙ্কেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি করলে হামাস আবার সংঘটিত হবে এবং ৭ অক্টোবরের মতো হামলা চালাবে।
ব্লিঙ্কেনের পর সংবাদ সম্মেলনে কথা বলেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সোরকি। তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানান। এছাড়া তিনি দ্বিমুখী ও ভণ্ডামি না করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘যখন ফিলিস্তনিদের উপর অত্যাচার হয় তখন এ নিয়ে অন্যগুলোর মতো একই প্রতিক্রিয়া দেখানো হয় না। বিষয়টি যেন এমন আরবদের রক্ত অন্যদের রক্তের চেয়ে কম দামী।’
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, কোনো ধরনের হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য নয়। এছাড়া এটি কোনো ধর্মীয় যুদ্ধ নয় বলেও মন্তব্য করেছেন তিনি।