শনিবার, ০৪ নভেম্বর, ২০২৩
17 Apr 2025 05:30 pm
![]() |
(সংবাদ বিজ্ঞপ্তি):-ঢাকাঃ- ৪ নভেম্বর ২০২৩, শনিবার।জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদ এর বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এম পি আজ সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এম পি এর সুপারিশে ১৩১ সদস্য বিশিষ্ট 'জাতীয় পার্টি মেহেরপুর জেলা শাখার' পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।
যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ’কে সভাপতি, মোঃ আব্দুল হাদী’কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করে এই কমিটি অনুমোদন করা হয়েছে।
(সমরেশ মন্ডল মানিক)যুগ্ম দফতর সম্পাদক,জাতীয় পার্টি।