শুক্রবার, ০৩ নভেম্বর, ২০২৩
24 Nov 2024 05:10 pm
আগামী রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টা ‘শান্তিপূর্ণ’ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীও। সন্ধ্যায় এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এই কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে তিন দিনের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করায় তিনি দেশবাসীকে অভিনন্দন জানান।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের নতুন কর্মসূচি ঘোষণার পর জামায়াতও একই কর্মসূচির ঘোষণা দিল।
এ ছাড়াও দলটি ‘সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, জামায়াতের আমিরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এবং গত তিন দিনের অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায়’ আগামীকাল শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অভিযোগ করেন, বর্তমান সরকার আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলেছে।