মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
24 Nov 2024 05:12 pm
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচী প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। সেইসঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে শান্তি সমাবেশও করেন তারা। ৩১ অক্টোবর মঙ্গলবার শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা একটি অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শাহ জামাল সিরাজী, পৌর আওয়ামীলীগের ভাপতি সরোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, আ.লীগ নেতা নাজমুল আলম খোকন, আবিদ হাসান সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নুরে আলম সানি, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ড্যানি, সাদাত হোসেন নিহাল প্রমুখ বক্তব্য রাখেন। এরপর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাস তারেক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর নেতৃত্বে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে। এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আরিফ মোল্লা, আরিফ সরকার, আতিক হোসেন, ফেরদৗস জামাল মুকুল, সাবেক ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক, শারমিন আক্তার প্রমুখ। এদিকে বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে আ.লীগ ও যুবলীগের কর্মসূচিকে ঘিরে শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রধান দুই রাজনৈতিক দলের কার্যালয়ের সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এটি কেবল নিরাপত্তার খাতিরে। এছাড়া বিএনপি-জামায়াতের প থেকে অবরোধ ডাকা হলেও সড়কে কিন্তু বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে। এসব যানবাহন চলাচলে যেন বিঘœতা না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।