বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
23 Nov 2024 09:21 pm
৭১ভিশন ডেস্ক:- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা চলমান। তবে এবার যুক্তরাষ্ট্রের অনুরোধে গাজায় স্থল হামলা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে অনুরোধ করেছে, তারা যেন গাজায় আরো কয়েকদিন পর স্থল হামলা চালায়। এ সময়টার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আসবে। যেগুলো ইরাক, সিরিয়া, কুয়েত, জর্ডান, সৌদি আরব এবং আরব আমিরাতে অবস্থানরত মার্কিন সেনাদের রক্ষায় ব্যবহার করা হবে।
যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ইসরায়েল যদি এখন গাজায় হামলা চালায় তাহলে ওই অঞ্চলের যেসব দেশে তাদের সেনারা রয়েছে তারা হামলার সম্মুখীন হতে পারে।
এর আগে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইল-গাজা যুদ্ধে মার্কিন সেনাদের টার্গেট করা হলে ওয়াশিংটন পাল্টা জবাব দেবে।