বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
01 Apr 2025 08:58 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে (১৮-১৯) অক্টোবর বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আয়োজিত স্পিড স্কেটিং, রোপ স্কিপিং এবং রোলবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সেখানে, সারা বাংলাদেশের মধ্যে সবথেকে ছোট্ট ও ক্ষুদে স্কেটার বিবেচনায় অনূর্ধ্ব ৩ বগুড়া রোলার স্কেটিং ক্লাবের ক্ষুদে স্কেটার মোছা: জিয়ানাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। উক্ত পুরস্কার প্রদান করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহ-সভাপতি কামাল হোসেন পলাশ এবং ফেডারেশনের সাবেক কোচ আবুল কালাম আজাদ। ৩ বছরের কম বয়সী বগুড়া রোলার স্কেটিং ক্লাবের এই শিশু স্কেটার জিয়ানা ফেডারেশনের গ্রাউন্ডে স্কেটিং চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়।