বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
22 Nov 2024 12:01 pm
৭১ভিশন ডেস্ক:- ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা।এ জন্য খেসারতও দিতে হচ্ছে তাদের। এবার এ তালিকায় নাম উঠল ইসরায়েলি অভিনেত্রী মাইসা আবদেল হাদির। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন করায় তাকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ।
গত ২৩ অক্টোবর ইসরায়েলের উত্তর নাজারেথ শহর থেকে হাদিকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ইসরায়েল পুলিশ বলেছে, এই অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার উত্তর নাজারেথ শহরের একটি মুসলিম পরিবারের বাসিন্দা, যাকে সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের (হামাস) প্রশংসা এবং ঘৃণ্য বক্তব্য প্রচার করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত তাকে হেফাজতে রাখা হবে বলে জানা গেছে।
সামাজিক আধ্যমে হাদি একটি বুলডোজারের ছবি প্রকাশ করে লিখেছিলেন, 'বার্লিন স্টাইলে এবার যাওয়া যাক?' অর্থাৎ তিনি এই ঘটনা প্রসঙ্গে ১৯৮৯ সালে যে বার্লিন ওয়াল ভেঙে দেওয়া হয়েছিল সেই কথা মনে করেন। তার আইনজীবী জানান তাকে সন্ত্রাসবাদ সমর্থন করার জন্য গ্রেফতার করা হয়েছে।
৩৭ বছরের হাদির বড়পর্দায় অভিষেক হয়েছিল ২০১৪ সালে। এরইমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘আইস অব থিফ’, ‘৩০০০ নাইটস’, ‘দ্য অ্যাঞ্জেল’ প্রভৃতি।