বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
22 Nov 2024 05:59 am
৭১ভিশন ডেস্ক:- অস্থির বাজার।
আনন্দ নেই গরীর আর
মধ্যবিত্তদের ঘরে,
বাজার গেলে কাঁপে শরীর
মূল্য মূল্যস্ফিতি ডরে!
নিত্য পণ্যের বাড়ছে দাম
কর্তার মন ভালো নেই,
বাজার করতে যেতে হবে
হাতে বেশি টাকা নেই!
ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে
বউ শুধু দেয় তাড়া,
জীবনের হাজারও কষ্ট
শুধু হায় দেয় নাড়া!
সৎ পথের স্বল্প আয়ে
দিশেহারা কষ্টে ক্ষত,
শত ব্যথা লুকিয়ে কর্তার
চলে দিন অবিরত!
পিঁয়াজ আলু শাক সব্জি
কিনতে যে লাগে ভয়,
জীবনটা আজ ওষ্ঠাগত
সে কথা বলার নয়!
নেতারা কি আর বোঝে ভাই
জনতার কি যে কষ্ট,
উনারা তো ঠিকই গিলেন
পোলাও মাছ গোস্ত।
লাফিয়ে লাফিয়ে বেড়ে চলে
নিত্যপণ্যের দাম দর,
পাল্লা দিয়ে বাড়ছে আরও
সকল পণ্যেই কর।
নিত্যপন্য আর প্রসাধন
বেড়ে চলে দাম হায়,
ঔষধের দামটাও বৃদ্ধি
বেঁচে থাকা বড় দায়!
ঠগবাজ ও মুনাফাখোর
লুটেপুটে খায় যারা,
জেনে রাখুক জাহান্নামের
আগুন যে খাচ্ছে তারা।
মূল্য বৃদ্ধির পাগলা ঘোড়া
রুখা বড় দরকার,
কাজে এবার প্রমাণ দাও
জনতার সরকার।
জাগ্রত হোক বিবেকবোধ
এসো রে আলোর যাত্রী,
হাতে ধরে জ্বালিয়ে মশাল
ঘুচাও হে কাল রাত্রি।