মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
23 Nov 2024 02:48 pm
৭১ভিশন ডেস্ক:- ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। আজ ১০ অক্টোবর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন দলটি।
সিপিবি(এম) সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে, তা নজিরবিহীন এতে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর হামলা চালিয়ে হত্যা ও ধ্বংস করে বর্তমান ইসরায়েলি সরকারের সন্ত্রাসবাদী চরিত্র উন্মোচন হলো।
নেতৃদ্বয় বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রশাসনের যুক্তিহীন পক্ষপাতিত্ব। মূলত মার্কিন সাম্রাজ্যবাদের মদদেই বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের মতামত উপেক্ষা করে ফিলিস্তিনের জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে স্তব্ধ করে দিতে চাইছে ইসরায়েল। এই মার্কিন সাম্রাজ্যবাদ অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, কূটনৈতিক সাহায্য দিয়ে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডকে টিকিয়ে রেখেছে।
অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃদ্বয়। সেই সঙ্গে ফিলিস্তিন সমস্যার দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং দেশটির জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সিপিবির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফিলিস্তিনের জনগণ যেমন সমর্থন দিয়েছিল তেমনিভাবে বাংলাদেশের জনগন ও সরকারের উচিত ইসরায়েলের হামলার আনুষ্ঠানিকভাবে নিন্দা করা এবং ফিলিস্তিনের পাশে থাকা।