বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩
25 Nov 2024 02:54 pm
৭১ভিশন ডেস্ক:- ঢাকা, অক্টোবর ৫, ২০২৩: ক্রিকেট বিশ্বকাপ-এর উদযাপনকে আরও রাঙিয়ে তুলতে আজ "টফি-তে ক্রিকেট বিশ্বকাপ দেখবে বাংলাদেশ" শিরোনামে একটি নতুন র্যাপ মিউজিক ভিডিও প্রকাশ করেছে টফি। জনপ্রিয় র্যাপার আলী হাসানের গাওয়া এই র্যাপ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি।
টফির "আসল লাইভ এক্সপেরিয়েন্স" এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই মিউজিক ভিডিওটি। টফির সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গানটি উপভোগ করতে পারবেন দর্শকরা। সারা দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো নেটওয়ার্ক থেকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ’-এর সব ম্যাচ উপভোগ করতে পারবেন এই ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, "টফির অত্যাধুনিক প্রযুক্তি ও নির্বিঘ্ন স্ট্রিমিং-এর জন্য এটি ইতোমধ্যে সুপরিচিত। দেশের সেরা স্ট্রিমিং প্লাটফর্ম হিসেবে টফিকে প্রাসঙ্গিক ও সৃজনশীলভাবে উপস্থাপন করার লক্ষ্যে মিউজিক ভিডিও প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি এটি সারা দেশে বিশ্বকাপ উদযাপনের উন্মাদনাকে আরো বাড়িয়ে তুলবে।"
লাইভ স্পোর্টস কভারেজ ছাড়াও, দেশের সেরা বিনোদন প্ল্যাটফর্ম হিসাবে টিভি সিরিজ, নাটক, ওয়েব সিরিজ, টিভি চ্যানেল ও ইউজার জেনারেটেড কন্টেন্টসহ বিভিন্ন রকমের কন্টেন্ট দেখা যায় টফিতে। অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে ও iOS ব্যবহারকারীদের জন্য অ্যাপ স্টোরে পাওয়া যাবে টফি অ্যাপটি।
বিস্তারিত তথ্য ও আপডেটের জন্য ভিজিট করুন, https://toffeelive.com/ বা https://www.facebook.com/toffeebangladesh -এ ফলো করুন টফি।
টফি সম্পর্কে:
টফি সব নেটওয়ার্ক থেকে ব্যবহারযোগ্য একটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ২০১৯ সালে বাংলালিংক প্ল্যাটফর্মটি চালু করে। সহজ নেভিগেশনের টফি বিনোদনমূলক কনটেন্ট দেখার উন্নত অভিজ্ঞতা দেয় দেশের সব প্রান্তে। এটি অ্যাপ, ওয়েব, অ্যান্ডরয়েড স্মার্টফোন, অ্যান্ডরয়েড টিভি ও আইওএস ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা হয়। এতে রয়েছে সর্বোচ্চ সংখ্যক দেশি ও বিদেশি লাইভ টিভি চ্যানেল। এছাড়া টফি আন্তর্জাতিক ক্রীড়া আসর সম্প্রচার করে। এর পাশাপাশি এতে রয়েছে অসংখ্য ভিডিও-অন-ডিমান্ড ও ইউজার জেনারেটেড কনটেন্ট।
ওয়েবসাইট : https://toffeelive.com
ফেসবুক : https://www.facebook.com/Toffee.Bangladesh
ইউটিউব : https://www.youtube.com/c/Toffeelive
লিংকইডইন : https://www.linkedin.com/company/toffeelive/
ইন্সটাগ্রাম : https://instagram.com/toffee.bangladesh