বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩
22 Nov 2024 01:59 pm
এস এম দৌলত,জেলা প্রতিনিধি,বগুড়াঃ বগুড়ায় স্যালাইনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৪ অক্টোবর) শহরের কলোনি এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এসময় ইসলাম ড্রাগস নামের ওষুধের ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ একইসঙ্গে দোকানে সংরক্ষিত ১৫০ প্যাকেট স্যালাইন নির্ধারিত মূল্যে বিক্রি করতে বাধ্য করা হয়।
রিজভী জানান, সম্প্রতি ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী শহরের বিভিন্ন স্থানে এইচ এস হার্ডম্যানসহ বিভিন্ন ইঞ্জেক্টেবল অন্যান্য স্যালাইনের মূল্য মোড়কের মূল্যের চাইতে বেশি নিচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শহরের কলোনি এলাকায় ইসলাম ড্রাগস নামক নামের ওষুধ বিক্রয়ের দোকানে মোড়কের মূল্যের চাইতে ৭০-১০০ টাকা বেশি বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং তার কাছে সংরক্ষিত ১৩০-১৫০ প্যাকেট স্যালাইন পার্শ্ববর্তী হেলথ সিটি হসপিটালে নির্ধারিত দামে বিক্রয় করে দেয়ার ব্যবস্থা করা হয়। হেল্থ সিটি হসপিটালকে মোড়কের মূল্যে রোগীদের কাছে স্যালাইন বিক্রির নির্দেশনা দেয়া হয়।
জাতীয় ভোক্তা অধিদপ্তরের এ ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যাবলী চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।