বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩
28 Nov 2024 07:35 pm
৭১ভিশন ডেস্ক:- উরুগুয়ের মাটিতে ১৯৩০ সালে বসেছিল ফিফা বিশ্বকাপের প্রথম আসর। শতবর্ষী তথা ২০৩০ সালের আসর বসবে তিন মহাদেশের ছয় দেশে। সেই তালিকায় আছে উরুগুয়ের নামও। বাকি দেশগুলো হলো- আর্জেন্টিনা, প্যারাগুয়ে, মরক্কো, পর্তুগাল ও স্পেন।
বুধবার (৪ অক্টোবর) ফিফা কাউন্সিলের ভার্চুয়াল সভা শেষে এ তথ্য জানানো হয়েছে। তারা জানিয়েছে, দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হবে ২০৩০ সালের বিশ্বকাপের প্রথম পর্ব। বাকি ম্যাচগুলো আয়োজন করা হবে এশিয়ার মরক্কো, ইউরোপের স্পেন ও পর্তুগালে।
ছয় দেশে বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়ে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘এই বিভক্ত বিশ্বে, ফিফা এবং ফুটবল এক হচ্ছে। ফিফা কাউন্সিল সমগ্র ফুটবল বিশ্বের প্রতিনিধিত্ব করে, সর্বসম্মতভাবে ফিফা বিশ্বকাপের শতবর্ষ উদযাপন করতে একমত হয়েছে, যার প্রথম সংস্করণ ১৯৩০ সালে উরুগুয়েতে বসেছিল।’
ইনফান্তিনো যোগ করেন, ‘দক্ষিণ আমেরিকায়ও উদযাপন হবে এবং তিনটি দক্ষিণ আমেরিকার দেশ- উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে ২০৩০ সালের আসরের একটি ম্যাচ আয়োজন করবে। এই তিনটি ম্যাচের প্রথমটি উরুগুয়ের মাটিতে, যেখানে বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল। বাকি ম্যাচগুলো হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে।
বিবৃতিতে ফিফা আরও জানিয়েছে, কাউন্সিলে এ ব্যাপারেও সম্মতি হয়েছে যে, কনফেডারেশনগুলো পর্যায়ক্রম নীতির সামঞ্জস্য রেখে ২০৩৪ বিশ্বকাপের জন্য বিড করতে পারবে। তবে তার জন্য অবশ্যই পূর্বশর্ত পূরণ করতে হবে। এএফসি ও ওএফসি অঞ্চলগুলোর সদস্য দেশগুলো বিড করবে।