শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
22 Nov 2024 04:23 pm
অভিনেতা স্বামী শরিফুল রাজকে ডিভোর্স দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। গত ১৮ সেপ্টেম্বর রাজের উদ্দেশে তালাকের নোটিশ পাঠিয়েছেন তিনি। এরপরই এক ফেসবুক স্ট্যাটাসে পরীমণি বলেন, আমি সব ভুলে সুন্দর, স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু রাজ কখনোই এই সম্পর্কটাকে ধারণই করেনি। একই ভুল বারবার করে গেছে। আর হবে না, সরি বলা, পা ধরে মাফ চাওয়া, না খেয়ে থাকা...এসব করে গেছে।
রাজকে ভয়ংকর মানুষ উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, ‘আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি। সেও সুযোগ পেতো। কারন আইনগতভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। ’
পরীর এমন বক্তব্য দেখেছেন শরিফুল রাজ। এ বিষয়ে অভিনেতার ভাষ্য, ‘আমি এসবের কিছুই করিনি। আমার নামে এসব মিথ্যাচার। এটা পরীমণি, তার সঙ্গে বারবার এ রকম কিছু হবে; বারবার সে ক্ষমা করে দেবে! এটা পরীমণি নয়। আমি স্ট্রংলি বলছি, পরীমণির সঙ্গে এমন কিছু করিনি যে বারবার আমাকে অনুতপ্ত হতে হবে। তালাকের নোটিশের পর পরীমণি যে ধরনের মিথ্যচার করছে, এগুলো ঠিক না। এগুলো বাদে সে যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতি শ্রদ্ধা–ভক্তি সবই আছে।’
রাজের দাবি পরীমণি মিথ্যাচার করছেন। তার ভাষ্য, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি বিয়ের পর পরী বা বাবুকে ছাড়া অন্য কিছু ভাবিনি। একটা বছর আমি আমার কাজ থেকে দূরে ছিলাম। আশপাশের কারো ফোনকল ধরিনি। কারো সঙ্গে কোনো যোগাযোগ করিনি। যতটুকু পেরেছি স্ত্রী ও সন্তানের যত্ন করার চেষ্টা করেছি। আমাকে নিয়ে পরীর এ ধরনের মিথ্যাচার করার সুযোগ নেই। আমি এমন কিছু করিনি, যার জন্য প্রশ্নবিদ্ধ হতে হবে। আমি বারবার হেনস্তা হয়েছি। এসব নিয়ে আর বলতেও চাই না। পরী এখন যেটা চাচ্ছে, সেটার প্রতি আমার শ্রদ্ধা আছে। এর বাইরে অন্য অভিযোগ এলে তা প্রশ্রয় দিতে চাই না।’
এই সম্পর্ক আর জোড়া লাগানোর চেষ্টা করবেন না রাজ। এখন আইনগতভাবে যা হবে সেটাই মেনে নিবেন বলে জানিয়েছেন এ অভিনেতা।
এর আগে এক লিখিত বক্তব্যে রাজ বলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমণি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য।রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’