শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
23 Nov 2024 02:34 pm
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছ থেকে চিঠি পেয়েছেন।
সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ আল-খেরেইজি রিয়াদে ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতির সংবর্ধনা অনুষ্ঠানে এসব চিঠি গ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আল-খেরেজি ইরানি রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার নতুন কাজের সাফল্য কামনা করেন।
এনায়েতি গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে রিয়াদে পৌঁছান।
সাত বছর আগে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর দুই সাবেক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের মধ্যস্থতায় তাদের মতবিরোধ দূরে সরিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি চুক্তিতে পৌঁছান। গত মার্চে স্বাক্ষরিত চুক্তির আওতায় রিয়াদ ও তেহরান দূতাবাস ও কনস্যুলেট পুনরায় চালু করতে সম্মত হয়।