বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
24 Nov 2024 12:50 am
নিজস্ব প্রতিবেদক,আঃহাই সিদ্দিকঃ- জয়পুরহাটের কালাইয়ে বহুতি গ্রাম যা কিডনির হাট নামে পরিচিত লাভ করেছে। এখনও কান পাতলেই বা আড্ডায় বসলেই শোনা হয় যে নতুন নতুন লোক কিডনি বিক্রি করে আসছে।একেক জন একেক ভাবে তা গোপন করছে।আচ্ছা আমরা কালাইয়ের লোকেরা যদি ভাবী গরীব লোকেরা অর্থাভাবে কিডনি বিক্রি করে এসেছে।এদের পিছে আর না লাগি তাহলে ওই দালালদের ছাড় দেওয়া হয়ে যাচ্ছে। যারা কিনা কিছু টাকার লোভে দেশের মান ক্ষুন্ন করছে। আবার আমাদের কালাই সবচেয়ে অভাবী তা প্রমাণ করছে।
আসলেই কি তা যে আমাদের কালাই এত অভাবী? আসল কথা হচ্ছে আমাদের কালাই এত অভাবী জায়গা না। আমাদের দেশও অভাবী দেশ না যে, এদেশে বাস করে ভালোভাবে বাচার জন্য নিজের কিডনি বিক্রি করে খেতে হবে।
আমাদের দেশে রোহিঙ্গারা এসে এখনও ভালো আছে। তাদের কিডনি বিক্রি করে খেতে হয়নি। তাহলে আমাদের দেশ এত অভাবী দেশ না। রোহিঙ্গাদের কিডনি বিক্রি করে না খাওয়াটাই তার প্রমাণ। এখন আমি একজন সাংবাদিক হিসেবে প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এসব কি তাহলে বন্ধ হবে না? সব কিডনির দালালরা কি ভীত হবে না? এখন দেখা যাক প্রশাসন কি করে?