মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
22 Aug 2025 07:37 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ইউরো বাছাইপর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়েছে পর্তুগাল। এরপর রোনালদোর দল পর্তুগালে গেলেও দলের সঙ্গে নিজ দেশে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো। যার কারণে সোমবার (১১ সেপ্টেম্বর) লুক্সেমবার্গের বিপক্ষে খেলছেন না পর্তুগালের এই মহাতারকা।
বর্তমানে চলছে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচ। যেখানে সোমবার পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে লুক্সেমবার্গ। তবে পর্তুগাল থেকে সৌদি আরবে ফিরে নিজ ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। তার একটি কারণও অবশ্য রয়েছে। হলুদ কার্ডের জন্য আজ যে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের হয়ে খেলতে পারতেন না রোনালদো।
এবারের ইউরো বাছাইপর্বে তিনটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পর্তুগিজ তারকা। হলুদ কার্ডের খড়্গে খেলতে না পারলেও পর্তুগালের ড্রেসিংরুমে একটা ইতিবাচক মনোভাব রেখে আসতে পেরেছেন রোনালদো।