রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
27 Nov 2024 12:28 pm
৭১ভিশন ডেস্ক:- কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ ২১ রানে হেরেছে।
প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে রান করাটা আজ দুই ইনিংসেই বেশ কঠিন ছিল। বলে মুভমেন্ট পাচ্ছিলেন শ্রীলঙ্কার বোলাররাও। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যে বলগুলোতে আউট হয়েছেন, সেগুলোর কোনোটাতেই সেরকম কোনো বিষ মাখানো ছিল না।
ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, শুরুতে টস জেতাটা আমার কাছে ভালো ছিল। আমরা খুব একটা ভালো বোলিং করতে পারিনি। বোলারের জন্য সাহায্য ছিল কিন্তু আমরা উইকেট পাইনি কিন্তু কৃতিত্ব শ্রীলঙ্কার।
সাকিব আল হাসান আরও বলেন, আমরা সত্যিই শক্তিশালীভাবে খেলায় ফিরে এসেছিলাম কিন্তু সাদিরা সামারাবিক্রমা খুব ভাল খেলেছে। টার্গেট তাড়া করতে আমাদের ৮০-১০০ রানের পার্টনারশিপ দরকার ছিল। আমাদের শীর্ষ চার জন যথেষ্ট রান পায়নি এবং আমরা শুরুতে ভাল বোলিং করতে পারিনি। সে (হৃদয়) সত্যিই ভালো ব্যাটিং করেছে। সে এখানে এলপিএল খেলেছে যা তার আত্মবিশ্বাস এনেছে। সে সত্যিই ভালো খেলেছে। সে যদি আরও একটু বেশি সময় ব্যাট করতে পারত, কিন্তু তখন সবসময়ই অনেক ‘যদি এবং কিন্তু’ থাকে।
বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, শ্রীলংকা আরও ভালো খেলেছে, যে কারণে তারা জিতেছে। বোলাররা ব্যয়বহুল ছিল কিন্তু তারা সব উইকেট তুলে নিয়েছে সুতরাং আপনি অভিযোগ করতে পারবেন না।