রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
24 Nov 2024 12:50 pm
৭১ভিশন ডেস্ক:- ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডস থেকে লেপার্ড-১ ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে। এ চালানে রয়েছে ১০টি ট্যাংক। এসব ট্যাংক জার্মানির তৈরি। শুক্রবার ডেনমার্কের সশস্ত্র বাহিনী এ কথা নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
ডেনমার্কের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম ১০টি ট্যাংকের চালান ইউক্রেনে পৌঁছেছে এবং আরও ট্যাংক ইউক্রেনের পথে রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডস ঘোষণা দিয়েছিল, ‘আগামী কয়েক মাসের মধ্যে’ ইউক্রেনকে ১০০টি লেপার্ড ট্যাংক দেওয়া হবে।
লেপার্ড-১ ট্যাংক ব্যবহারে ইউক্রেনের বাহিনীকে প্রশিক্ষণ দিতে ডেনমার্কের সেনারা জার্মানিতে রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ডেনমার্কের লেপার্ড-১ এ৫ ট্যাংকগুলো ২০০৫ সাল পর্যন্ত ব্যবহার করত। ১৯৯৭ সালে দেশটি ৫১টি লেপার্ড-২এ৪ ট্যাংক কেনে এবং পুরনো লেপার্ড-১ এ৫-এর ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করে দেয়।