বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৩
25 Nov 2024 06:29 pm
৭১ভিশন ডেস্ক:- ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি চিরপ্রতিদ্বন্দ্বী। তাদের দ্বৈরথ নিয়ে সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে। অনেকে তো তর্ক থেকে মারামারিতেও জড়ান। কিন্তু রোনালদো বললেন অন্য কথা, তাকে পছন্দ করলেই মেসিকে ঘৃণা করতে হবে, এমন কোনো কথা নেই।
রোনালদো বলেন, ‘আপনি ক্রিস্টিয়ানোকে পছন্দ করলেই মেসিকে ঘৃণা করতে হবে, ব্যাপারটা এমন না। এই দুজন ফুটবলের ইতিহাস বদলে দিয়েছে, শ্রদ্ধাও পেয়েছে। দ্বৈরথ শেষ হয়েছে, কিন্তু আমরা এখনও আগের মতোই খেলে যাচ্ছি।’
কাতার বিশ্বকাপ জেতা মেসি পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। রোনালদো নাম লিখিয়েছেন সৌদি ক্লাব আল নাসরে। তাতে কি তাদের প্রতিদ্বন্দ্বীতায় ছেদ পড়েছে? রোনালদো অবশ্য নিজেদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বীতায় দেখেন না। তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বীতা? ব্যাপারটাকে আমি এভাবে দেখি না। আমরা একসঙ্গে একই মঞ্চ ১৫ বছর ধরে শেয়ার করেছি।’
পর্তুগিজ তারকা আরও যোগ করেন, ‘আমি নিজেদের বন্ধু বলব না। কিন্তু একে অপরকে শ্রদ্ধা করি। দ্বৈরথ ভালো, ফ্যানরা বিষয়টা পছন্দ করে।’