বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৩
25 Nov 2024 02:29 pm
৭১ভিশন ডেস্ক:- এশিয়া কাপে সুপার ফোরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং লাইনআপে ছিল ব্যর্থতা। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া কেউ করতে পারেননি উল্লেখযোগ্য রান। যার কারণে টাইগারদের ইনিংস থেমেছে ১৯৩ রানে। বাংলাদেশের দেয়া লক্ষ্য পাকিস্তান তাড়া করেছে ৭ উইকেট হাতে রেখে। অবশ্য এমন বিবর্ণ শুরুর কারণ জানালেন টাইগার অধিনায়ক।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিবর্ণ শুরুর ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, ‘আমরা শুরুতে দ্রুত উইকেট হারিয়েছি, অগোছালো কিছু শট খেলেছি। এমন পিচে প্রথম দশ ওভারে চার উইকেট হারানো অনুচিত, তবে এটি ঘটে। আমাদের পার্টনারশিপ (সাকিব-মুশফিক) ভালো ছিল। আমি মনে করি, আরও আমাদের আরও ৭-৮ ওভার ব্যাট করা দরকার ছিল।’
‘এই ধরণের (ব্যাটিং সহায়ক) পিচে আমাদের ব্যাটিং ভালো হয়নি। তবে আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে। তারা (পাকিস্তান) এক নম্বর দল, এটাই (বিবর্ণ শুরুর) কারণ। তাদের তিনজন বিশ্বমানের বোলার আছে, যারা তাদের লড়াই সহজ করেছে। আমাদের বোলাররাও ভালো করেছে, তবে ব্যাটি স্থিতিশীল ছিল না। আমাদের আরও ধারাবাহিক হতে হবে।’
আমি মনে করি, আমাদের তিন পেসার দুর্দান্ত বল করেছে, পাকিস্তানের বোলারদের মতই। গত কয়েক বছর ধরে আমাদের পেসাররা ভালো করছে। কিন্তু দুর্ভাগ্যবশত এরকম পিচে ব্যাটাররা ভুল না করলে আপনি উইকেট পাবেন না। এটা (পেসারদের ভালো বল করা) আমাদের সাহায্য করবে। আশা করি কলম্বোতে আমরা ভালো করব।’