মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৩
24 Nov 2024 06:58 am
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দেশটির গুয়ানাজুয়াতো এলাকার লিওন গ্রামে একটি অনলাইন স্টোর থেকে মোবাইল ফোন অর্ডার করেছিলেন এক ব্যক্তি। ঠিকানা দিয়েছিলেন নিজের বাসার।
অর্ডার অনুযায়ী সোমবার (৪ সেপ্টেম্বর) প্যাকেট চলে আসে ওই লোকের বাড়িতে। এরপর তার মা সেটি নিয়ে ঘরের ভেতরে নিয়ে যান। কিন্তু তিনি খুলে দেখেন ভেতরে একটি গ্রেনেড। ভাগ্য ভালো, সেটি বিস্ফোরিত হয়নি।
এরপর দ্রুত কর্তৃপক্ষকে ফোন দেন তিনি। সামরিক বাহিনীর বোমার স্কোয়াড এসে সেটি নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা এটি রেখেছে, তা জানা যায়নি।