বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
25 Nov 2024 05:40 pm
আগামীকাল মাঠে নামলে এই নিয়ে দ্বিতীয়বার পাল্লেকেলে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে এখানে প্রথম ও শেষবার ২০১৩ সালে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে খেলেছিল টাইগাররা। ওই ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছিল লংকাররা।
ঘরের মাটিতে খেলা হওয়ায় ফেভারিট হিসেবে মাঠে নামবে শ্রীলংকা। এছাড়াও বর্তমানে এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লংকানরা। তবে এশিয়ার এই আসরে অনেকবার শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। সংখ্যা হিসাব করলে দাঁড়ায় ১৫ বার। এর মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে লংকানরা। আর এশিয়া কাপে বাংলাদেশের জয় ৩টি।
তবে এশিয়া কাপে দুই দলের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। এ থেকেই এটাই প্রমাণিত যে, শ্রীলংকার সাথে জয়-হারের ব্যবধান দ্রুত কমিয়ে এনেছে টাইগাররা। অথচ একসময় টাইগারদের বিপক্ষে অপরাজেয় ছিল লংকানরা।
এশিয়া কাপ বাদে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৫১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে শ্রীলংকার ৪০টি জয়ের বিপরীতে বাংলাদেশ জয় মাত্র ৯টি। বাকী দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এখন দেখার পালা ঘরের মাটিতে শ্রীলংকার ৪১তম নাকি বাংলাদেশের ১০তম জয়! যার উত্তর মিলবে আগামীকাল।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।
শ্রীলংকা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চরিথ আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।