বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
27 Nov 2024 01:30 pm
৭১ভিশন ডেস্ক:- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশের গণতন্ত্র টেকসই হয়েছে। তিনি ক্ষমতায় আসার পর দেশে নির্বাচন হচ্ছে। শেখ হাসিনা মানবাধিকারের জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রী আছেন বলে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘১৯৭৫ সালের বর্বরতা: বাংলাদেশের মানবাধিকার ও শাসনের ওপর প্রভাব’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা এখন মানবাধিকারের কথা বলেন। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো, তখন তাদের মুখ থেকে তখন একটি কথাও বের হয়নি।
তিনি আরো বলেন, আজকে যারা মানবাধিকারের কথা বলছেন, তারাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় ঘাতকদের সাহায্য করেছেন। এখনো ঘাতকদের নিজের দেশে আশ্রয় দিয়ে রেখেছেন। আমরা বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধী তাদের বিচারের সম্মুখীন করতে চাই।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর সেই নির্বাচনে এদেশের জনগণ শেখ হাসিনাকেই বেছে নেবে। শেখ হাসিনার বর্তমান সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।