বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
22 Nov 2024 02:36 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ-জামালপুর পরিবেশ অধিদপ্তর কর্তৃক চলমান বাস্তবায়নাধীন 'শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের' আওতায় মঙ্গলবার (২৯ আগস্ট) জামালপুর সদর উপজেলার শহরের ডাকপাড়া মোড এলাকায় পরিবেশ অধিদপ্তর,জামালপুর কার্যালয়ের উদ্যোগে জামালপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান-এর নেতৃত্বে ডাকপাড়া মোড় এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮ বিধি লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ৪টি যানবাহনের চালককে মোট চার হাজার জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।