বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
24 Nov 2024 03:30 am
৭১ভিশন ডেস্ক:- মহান মুক্তিযুদ্ধের গল্প এখনোই পুরোনো হয় না। সেটি আবারও প্রমাণ করেছে মুক্তিযুদ্ধকালীন ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’। শুধু বিনোদন খুঁজতেই নয়, নিজের গর্বের ইতিহাসে আরেকবার শামিল হতে সিনেমা হলে ভিড় জমাচ্ছেন দর্শকরা।
ছবিটি নির্মাণ করেছেন হৃদি হক। প্রয়াত নাট্যজন ড. ইনামুল হকের গল্প-ভাবনাকে পর্দায় তুলে এনছেন এই পরিচালক। যুদ্ধ, প্রেম, গানসহ নানা অনুষঙ্গে ভরা অনুদানপ্রাপ্ত এক সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’।
সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস, তারিন, সজল, লিটু আনাম, জুয়েল জহুরসহ অনেকে। এই ছবির বিশেষ এক চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে। অনেক বেশি আবেগ আপ্লুত হয়েই এ ছবিতে অভিনয় করেছেন তিনি। এই অভিনেতা মনে করেন, পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের দলিলগুলো তুলে ধরা জরুরি।
সিনেমাটি কতটা মুক্তিযুদ্ধের দলিল হয়ে উঠল সেই প্রশ্ন ছিল হৃদি হকের কাছে। কালবেলাকে তিনি জানান, চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে কিছু ক্ষেত্রে গবেষণাও করতে হয়েছে। তবে ছবিটিকে চলচ্চিত্র হিসেবেই দেখতে বললেন পরিচালক।
শুধু গতানুগতিক অভিনয়ই নয়, এই সিনেমায় আবেগের মিশেলে নিজের সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন এর অভিনয় শিল্পীরা। এ কথা জানালেন সিনেমাটির আরেক অভিনেতা সজল নূর। বললেন, এত বছর আগের সময়কে ধারণ করে চরিত্র ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জের।
১৮ আগস্ট শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার পরই সিনেমা হলে সেটি দেখার জন্য ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। যাদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরাও। কেউ কেউ সিনেমা দেখে হয়েছেন অশ্রুসিক্তও।