বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
27 Nov 2024 01:35 pm
বুধবার (১৬ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত’ এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জঙ্গি দমনসহ যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সক্ষম। জঙ্গিরা যত দুর্গম এলাকায় থাককু না কেন, আমাদের কাছে খবর চলে আসবে। আমরা তাদের দমন করতে সক্ষম হবো।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমরা দেখেছি সেদিন সাঈদীর জানাজা দেয়ার জন্য একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়েছিল। যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, আমরা তাদের কঠোরভাবে দমন করবো।
রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে আইজিপি বলেন, রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কথা হচ্ছে যখনই নাশকতা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হবে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।