বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
11 Jan 2025 12:43 am
৭১ভিশন ডেস্ক:- বেশ কয়েক মাস ধরেই জামাল ভূঁইয়ার আর্জেন্টাইন ক্লাব সোল দে মাইয়োতে যোগ দেয়ার গুঞ্জন তৈরি হয়েছে। যদিও জামাল নিজে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। হয়তো আর্জেন্টিনার ক্লাবে খেলার জন্যই মঙ্গলবার (১৫ আগস্ট) মেসিদের দেশে পা রেখেছেন তিনি।
আর্জেন্টিনায় যাওয়ার পর জামাল ঘুরে দেখেছেন দেশটির ফুটবল ফেডারেশন ভবন।
সোল দে মাইয়োতে জামাল যোগ দিয়েছেন, এমন তথ্য বাংলাদেশ অধিনায়ক এখনও প্রকাশ করেননি। তবে ধারনা তো করেই নেয়া যায়, সোল দে মায়োর সঙ্গেই চুক্তি করেছেন তিনি। নাহলে কি আর বলতেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আর্জেন্টিনায়’ তিনি?
বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জামাল। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সামনে দাঁড়ানো অবস্থার ছবি শেয়ার করে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এখন আর্জেন্টিনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সময়। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ।’