মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
23 Nov 2024 07:09 pm
মুজিব মানেই বাংলাদেশ
✍ রুদ্র অয়ন।
মুজিব সেতো মুক্ত হাওয়া
মুক্ত পাখির পাখা,
মুজিব সেতো শেকল ভেঙে,
স্বাধীন দেশে থাকা।
মুজিব হলেন গর্জে ওঠা
ভেঙে ফেলা বন্ধ খাঁচা,
মুজিব সেতো রাস্ট্র নায়ক
সিংহের মতো বাঁচা।
মুজিব হলেন এক ইতিহাস
স্মরণেতে রেখো তুমি,
মুজিব সেতো বাঙালিদের
স্বাধীন একটা ভূমি।
মুজিব সেতো জাতির পিতা
অকুতোভয় বীর,
মুজিব সেতো হার না মানা,
বাঙালিদের শির।
মুজিব হলেন আমাদের
সকলের প্রিয় মুখ,
মুজিব সেতো পচাত্তরের
ব্যাথায় কাতর বুক।
মুজিব সেতো আঁধার ঠেলে
নতুন ভোরের রবি,
মুজিব সেতো লাল সবুজে
বাংলাদেশের ছবি।