রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
11 Jan 2025 12:47 am
৭১ভিশন ডেস্ক:- সৌদি পেশাদার লিগে যোগ দিয়ে প্রথম মৌসুমে আল নাসরকে লিগ শিরোপা এনে দিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। যে কারণে কড়া সমালোচনাও সইতে হয়েছে এই মহাতারকাকে। কিন্তু নতুন ক্লাবকে শিরোপা জেতাতে খুব একটা সময় নিলেন না তিনি। আরব ক্লাব কাপের ফাইনালে আল হিলালকে একাই হারিয়ে দিলেন পর্তুগিজ যুবরাজ। তাতে প্রথমবারের মতো আরব কাপের শিরোপা এলো আল নাসরের ঘরে।
আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপের ৪১ বছরের ইতিহাসে যে দলটা কখনোই ফাইনালে উঠতে পারেনি, ক্রিস্টিয়ানো রোনালদোর বদৌলতে তারাই পৌঁছে গেছে স্বপ্নের ফাইনালে। ফাইনালে পা রাখা আল নাসর শনিবার (১২ আগস্ট) আল হিলালকে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
এদিন অবশ্য ম্যাচের শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি রোনালদো। ১১৩ মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়া লাল কার্ড দেখেছেন আল নাসরের দুজন খেলোয়াড়।