রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
27 Nov 2024 07:44 pm
৭১ভিশন ডেস্ক:- ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় পাখির ধাক্কায় দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। আরেক উড়োজাহাজের ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি চাকা গলে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানের ঢাকা–ব্যাংকক ফ্লাইট (বিজি ৭৩৭) রানওয়েতে উড্ডয়নকালে চাকায় একটি পাখি আঘাত করে। এ সময় পাইলট উচ্চগতিতে থাকা উড়োজাহাজটি দ্রুত থামাতে (হার্ড ব্রেক) গেলে একটি চাকা ফেটে যায়। ফলে উড্ডয়ন বাতিল করে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
পরের ঘটনাটি ঘটে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজের সঙ্গে। উড়োজাহাজটি দুবাইগামী যাত্রীদের নিয়ে উড্ডয়নের আগে সেটিতে পাখি আঘাত করে। এতে উড়োজাহাজটির বাঁ পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই ফ্লাইট বাতিল করে উড়োজাহাজটি প্রকৌশল হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীরা সবাই নিরাপদে ছিলেন।