মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০২৩
11 Jan 2025 06:16 am
ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল খেলার চুড়ান্ত প্রতিযোগীতা সোমবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল(বালিকা) চুড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হয় চেচুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়(বালক) খোদাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে সুক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহন করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ,উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম ও প্রধান শিক্ষক মতিয়ার রহমান। শেষে অতিথিবৃন্দ বিজিতদের হাতে ট্রফি তুলে দেন।