সোমবার, ০৭ আগস্ট, ২০২৩
25 Nov 2024 04:56 am
চলছে ট্রান্সফার মৌসুম। দলবদলের এই মৌসুমে যেখানে অর্থের ঝনঝনানিতে ফুটবলাররা ভিড়ছে সৌদির ক্লাবগুলোতে সেখানে ভিন্ন চিত্র দেখা গেছে ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রের ক্ষেত্রে।
মৌসুমের শুরুতে গুঞ্জন ছিল প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে আবারও বার্সেলোনাতে ফিরছেন নেইমার। তবে ইনজুরি, অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া মিলে প্রায় সাড়ে পাঁচ মাসের বিরতি কাটিয়ে পিএসজির হয়েই খেলা শুরু করেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। কিন্তু শেষ পর্যন্ত নেইমার পিএসজিতে থাকছেন কিনা তা নিয়ে আছে সংশয়।
কারণ ফরাসি সংবাদমাধ্যম ‘লে’কিপ’ বলছে, পিএসজিতে আর থাকতে চান না নেইমার। ক্লাব ম্যানেজমেন্ট থেকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
ইউরোপীয় গণমাধ্যমের দাবি, বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা নেইমারকে নিতে বেশ আগ্রহী। এছাড়াও বার্নার্দো সিলভা বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় নেইমারের জন্য সুযোগ তৈরি হয়েছে আবারও বার্সেলোনায় ফেরার। তবে ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে তার। তাই মোটা অংকের অর্থের প্রস্তাব পেলে নেইমারকে ছেড়ে দিতে পারে ফরাসি ক্লাবটি।
এদিকে নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে পিএসজির খেলোয়াড়ের পরিচয় সরিয়ে দিয়েছেন নেইমার। তাতেই ডালপালা মেলেছে তার বার্সায় যোগ দেয়ার গুঞ্জন। নিজের বেতন কমিয়ে পুরনো ক্লাবে ফিরতেও নাকি রাজি ব্রাজিল ফুটবলের এ পোস্টারবয় ।