সোমবার, ০৭ আগস্ট, ২০২৩
25 Nov 2024 04:38 am
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জরুরি সভায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতি নির্ধারকরা। সেখানে নতুন অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত আসবে বলেই বিসিবি সূত্রের খবর।
ইনজুরি সমস্যা পুরোপুরি কাটিয়ে না উঠতে পারায় এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিমের। দলে না থেকেও অধিনায়কত্ব ধরে রাখতে চান না টাইগার ওপেনার। ঘোষণা দিয়ে তাই গত বৃহস্পতিবার (৩ আগস্ট) নেতৃত্ব ছেড়েছেন তিনি।
এরপর থেকেই আলোচনায়, কে হচ্ছেন বাংলাদেশ দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক। বিশেষ করে বিশ্বকাপের আগে একজন অভিজ্ঞ ও সমৃদ্ধ তারকাকেই চাচ্ছিল সবাই। সাবেক ক্রিকেটার, ক্রীড়া বিশ্লেষক, কোচ থেকে শুরু করে সবাই নিজেদের পছন্দের তালিকায় শীর্ষে রেখেছেন সাকিব আল হাসানকে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও বলছেন অধিনায়ক হিসেবে সাকিবের নাম আসা অবশ্যম্ভাবী। কিন্তু এরপরও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না বোর্ড।
পাপন বলছেন, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেয়া। কিন্তু দীর্ঘমেয়াদের ভাবনায় তিনি আবার টাইগার অলরাউন্ডারের ওপর ভরসা করতে পারছেন না। তার শঙ্কা ৩৬ বছর বয়সী এ ক্রিকেটার হয়তো আর খুব বেশি দিন খেলবেন না।
গত শনিবার ( ৫ আগস্ট) পাপন বলেন, ‘ (অধিনায়ক হিসেবে) সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো। ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেয়া। এটাতে কোনো সমস্যা নেই।’
সাকিবের সঙ্গে তাই আলোচনায় আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সাকিব-তামিমের অনুপস্থিতিতে গত কয়েক বছর ধরে ওয়ানডে ও টেস্টে নেতৃত্ব দিয়েছেন লিটন। দুজনের সহকারী হিসেবেও আছেন অনেক দিন ধরে। আবার মিরাজের মধ্যেও আছে নেতৃত্বের দারুণ গুণ। সবকিছু মিলিয়ে এখনই ঠিক করা যাচ্ছে না অধিনায়কের নাম। এদিকে আবার টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কও সাকিব। এক সঙ্গে তিন ফরম্যাটের নেতৃত্বের চাপ তিনি নিবেন কিনা সেটা নিয়েও থাকছে সংশয়। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের নেতৃত্বে সাকিব ছাড়া বিকল্প কারও কথা চিন্তা করছেন না কোনো ক্রিকেট বোদ্ধাই।
বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনও গত শনিবার বলেছেন, ‘ সাকিবের মাথা, ক্যাপ্টেন্সি, এক্সপেরিয়েন্স সবকিছুই বেশি। যে টিমে সাকিব আল হাসানের মতো খেলোয়াড় আছে, সেই টিমের দায়িত্ব তাকেই দেয়া উচিত।’
এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট। এরপর নিউজিল্যান্ড সিরিজ। আর ৫ অক্টোবর শুরু ওয়ানডে বিশ্বকাপ।