সোমবার, ০৭ আগস্ট, ২০২৩
22 Aug 2025 04:31 pm
![]() |
সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, অভিবাসন কার্যক্রমের সঙ্গে আমাদের আন-অফিসিয়ালি একটি গ্রুপ জড়িত থাকে, যাদের কোনো কাঠামোর মধ্যে আনা যাচ্ছিল না। তাদের ম্যানেজ কিংবা রেগুলেট করাও যাচ্ছিল না। এখন তাদের সাব-এজেন্ট কিংবা প্রতিনিধি হিসেবে সংজ্ঞায়িত করা হবে। এতে তারা কোনো না কোনো রিক্রুটিং এজেন্সির আওতায় আসবে। তারা একটি সুনির্দিষ্ট বিধির আওতায় চিহ্নিত এবং নিবন্ধিত থাকবে। তাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্কে নিয়ে আসা হবে।
এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এখনকার আইনে সেসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলা আছে। নতুন আইনে বিশ্বাসযোগ্য মাত্রায় অভিযোগ থাকলে লাইসেন্স সাময়িক স্থগিত করা যাবে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন আইনে কিছু শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। কেউ অননুমোদিতভাবে শাখা বা এজেন্ট নিয়োগ করলে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে।