সোমবার, ০৭ আগস্ট, ২০২৩
25 Nov 2024 04:54 am
বাংলাদেশে তিন দিন থাকবে বিশ্বকাপ ট্রফি। সোমবার (৭ আগস্ট) বিশ্বকাপ ট্রফি যাবে পদ্মা সেতুতে। গত বছরের ২৫ জুন উদ্বোধন হওয়া ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এখন দেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। তাই ট্রফি নিয়ে সেখানে ফটোসেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
পদ্মা সেতুতে ট্রফি যাবে শুধু ফটোসেশনের জন্যই। পরদিন অর্থাৎ মঙ্গলবার (৮ আগস্ট) ট্রফি নিয়ে যাওয়া হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সেখানে ট্রফি দেখতে পারবেন জাতীয় পুরুষ ও নারী দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। এছাড়াও মিরপুরে ট্রফি দেখার সুযোগ পাবেন ক্রিকেট অফিসিয়ালস, সংগঠক ও মিডিয়ার কর্মীরা।
বাংলাদেশ সফরের তৃতীয় দিন সাধারণ ক্রিকেটপ্রেমীরা পাবেন বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ। দর্শকরা ট্রফি দেখার জন্য পাবেন লম্বা একটা সময়। বুধবার (৯ আগস্ট) বসুন্ধরা শপিংমলে সকাল ১১টা থেকে সবার জন্য ট্রফি প্রদর্শন করে রাখা হবে। শুধু এবারই না, এর আগেও শপিংমলে ট্রফি প্রদর্শন করেছে বিসিবি।