সোমবার, ০৭ আগস্ট, ২০২৩
23 Nov 2024 03:20 pm
শনিবার (৫ আগস্ট) রাতে লিগ্যাল টিমের একজন মুখপাত্র জানান, ইমরান খানের সঙ্গে দেখা করা ও তার ভালোমন্দ জানার অধিকার তাদের রয়েছে। তবে তাদেরকে কারাগারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি তাকে খাবার সরবরাহ করতে বা বৈধ কাগজপত্রে স্বাক্ষরের জন্যও সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
একটি দুর্নীতির মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড ঘোষণার পর লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যায় পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করা হবে কিনা তা স্পষ্ট নয়।
সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পুলিশ যখন ইমরান খানকে গ্রেফতার করতে আসে তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। খাবার শেষ করতেও সময় চান তিনি। কিন্তু সময় না দিয়ে খাবার টেবিল থেকেই তাকে নিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। এ সময় ইমরান খানকে তার বাড়ির পেছনের দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়।
তবে গ্রেফতারের আগেই নিজ টুইটার একাউন্টে সমর্থক ও দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন ইমরান খান। ওই ভিডিও বার্তায় দেশের জনগণকে বাড়িতে নীরবে বসে না থাকার আহ্বান জানান সাবেক এ প্রধানমন্ত্রী।
এদিকে ইমরান খানকে গ্রেফতারের ঘটনাকে পাকিস্তানের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
প্রসঙ্গত, ৯ মে এর পর দ্বিতীয়বারের মতো গ্রেফতার হলেন ইমরান খান। ইসলাবামাদের আদালতে তোশাখানা মামলার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন না তিনি। তার আইনজীবীরাও অনুপস্থিত ছিলেন।